খুলনায় করোনাভাইরাস : নার্স-পরিচ্ছন্নতাকর্মীসহ আক্রান্ত ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৮ এপ্রিল ২০২০

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ল্যাবে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা হলেন খুমেকের নার্স, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী পরিচ্ছন্নতাকর্মী (২৯) ও নৈশপ্রহরী (৩৩)।

এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২ জনে দাঁড়াল। এদের মধ্যে একজন সুস্থ হয়েছেন এবং একজন মারা গেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক সুজ্জাত আহমেদ।

তিনি বলেন, মঙ্গলবার খুমেকের ল্যাবে ৬৮টি নমুনার পরীক্ষা করা হয়। এতে তিনজনের পজিটিভ রিপোর্ট এসেছে। তারা তিনজনই করোনায় আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার বলেন, রূপসা হাসপাতালের দুই কর্মীর করোনা শনাক্ত হয়েছে। তাই হাসপাতালের ৪র্থ শ্রেণির কোয়ার্টার (২) লকডাউন করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আলমগীর হান্নান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।