কৃষকের ধান কাটলেন সাবেক এমপি রানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৮ এপ্রিল ২০২০

এবার শ্রমিক সঙ্কট দেখে কৃষকের ধান কেটে দিলেন টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।

Tangail-X-Mp-Rana

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দেউপাড়া ইউনিয়নের শরাসক গ্রামে যুগিয়াটেঙ্গর মৌজা ও ৩ নম্বর ওয়ার্ডের রুস্তম আলী ও আব্দুল মালেকের জমির ধান কেটে দেন তিনি।

Tangail-X-Mp-Rana

ধান কাটার কার্যক্রমে ছিলেন জিজিবি সরকারি কলেজের শিক্ষক আ.ন.ম ফজলুল কাদের রতন, মো. রিপন তালুকদার, শাহিনুর রহমান রেজা তালুকদার, ঘাটাইল পৌরসভার কাউন্সিলর শেখ মোহাম্মদ কবীর আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য মো. তুষার আহমেদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন খান ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন প্রমুখ।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।