রংপুর মেডিকেলের দুই চিকিৎসক ও দুই নার্স করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৯ এপ্রিল ২০২০
ফাইল ছবি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই সহকারী রেজিস্ট্রার চিকিৎসক ও দুই নার্স করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ওই চারজনসহ দিনাজপুরের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার একজন করে মোট ৬ জন শনাক্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী।

পরিচালক জানান, বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের দুই সহকারী রেজিস্ট্রার চিকিৎসক এবং দুইজন সিনিয়র স্টাফ নার্স (একজন পুরুষ) আক্রান্ত হয়েছেন।

এর আগে গত ২৩ এপ্রিল ওই হাসপাতালের দুই নার্স এবং ২৭ এপ্রিল দুই চিকিৎসক (একজন ইন্টার্ন চিকিৎসক) করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসক ও চারজন নার্স আক্রান্ত হলেন।

পরিচালক আরও জানান, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত থাকার কারণে চার চিকিৎসক ও চার নার্স আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জিতু কবীর/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।