বরিশালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আড়াই ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে একজন এবং দুপুর আড়াইটার দিকে আরও একজনের মৃত্যু হয়। এর মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী।
দুপুর ১২টার দিকে মারা যাওয়া ব্যক্তির (৫৮) নমুনা পরীক্ষায় তার শরীরে করোনারভারাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলাার কালিশুরি ইউনিয়নে।
অপরদিকে দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটে মারা যাওয়া ওই নারীর (২৬) বাড়ি পটুয়াখালীর হাজীখালী এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন বলেন, দুপুর ১২টার দিকে করোনা ইউনিটে মারা যাওয়া ওই পুরুষ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২২ এপ্রিল মেডিকেলে ভর্তি হয়েছিল। কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠনো হলে পজিটিভ আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় করোনা ইউনিটে ওই নারীকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটে তার মৃত্যু হয়। ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।
এদিকে ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য জুলফিকার আলী ওরফে বকুল মুন্সীর (৬০) দাফন উজিরপুর উপজেলার শিকারপুরের মুন্ডপাশায় নিজ গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।
উজিরপুর থানা পুলিশের ওসি জিয়াউল আহসান বলেন, মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য জুলফিকার আলী বেশ কিছুদিন ধরে ঢাকায় বসবাস করতেন। কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন জুলফিকার আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। তার মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি উপজেলার শিকারপুরের মুন্ডপাশায় নিয়ে আসেন স্বজনরা। দুপুরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সাইফ আমীন/এএম/পিআর
/পিআর