করোনাভাইরাসকে জয় করে বাসায় ফিরলেন দুই চিকিৎসক
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ডা. আব্দুল হালিম ও ডা. আফসানা লিজা। সোমবার (৪ মে) দুপুরে ছাড়পত্র পেয়ে ওই দুই চিকিৎসক নিজ নিজ বাসায় ফিরেছেন।
হাসপাতাল থেকে বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান। কড়তালি দিয়ে করোনা জয়ী দুই চিকিৎসককে বিদায় জানানো হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নুরুন্ নবী জানান, গত ১৮ এপ্রিল ডা. আব্দুল হালিম এবং ১৯ এপ্রিল ডা. আফসানা লিজার করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ওই দুই চিকিৎসককে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪ ঘণ্টায় তাদের পরপর দুবার নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত না হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়।
বর্তমানে এ হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ ১৫ জন চিকিৎসাধীন বলেও তিনি জানান।
জিতু কবীর/আরএআর/এমকেএইচ