ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ সাদ এরশাদের
চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ।
এরই ধারাবাহিকতায় বুধবার (০৬ মে) দুপুরে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠাসহ বাসা-বাড়িতে ১৮টি সোলার প্যানেল বিতরণ করেন তিনি।
মজিদা খাতুন মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে একই সময়ে ওই ইউনিয়নের কাটাবাড়ি, পূর্ব ও পশ্চিম কিশামতপুর এবং ভেলু ফাজিলখাঁ গ্রামের ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে চাল, তেল, চিড়াসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন সাদ এরশাদ।
এ সময় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাদ এরশাদ বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায় নিম্নআয়ের মানুষদের কষ্ট বেড়েছে। সাধ্যমতো চেষ্টা করছি; এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
তিনি বলেন, এই দুর্দিন থাকবে না। আঁধার কেটে আলো আসবেই। তাই সবাইকে সচেতন থেকে ধৈর্যসহকারে এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানাই।
এ সময় মজিদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ শরিফুজ্জামান বুলু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ওই ইউনিয়নের দোলাপাড়ায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন সাদ এরশাদ।
জিত কবীর/এএম/এমকেএইচ