রংপুরে পুলিশসহ আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১১ মে ২০২০
প্রতীকী ছবি

রংপুর মেডিকেল কলেজে (রমেক) গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে পুলিশ-আনসার সদস্যসহ আরও ১২ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় নয়জন, লালমনিরহাটে দুজন এবং কুড়িগ্রামে একজন।

সোমবার (১১ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

আক্রান্তরা হলেন- রংপুর জেলা পুলিশ লাইনসের তিন সদস্য, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৩২), মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৪২), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (৫৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্য (৩৫), রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের দুই কর্মচারী (৩৬, ৪৬), কুড়িগ্রাম সদর এলাকার এক শিশু (৮), লালমনিরহাট সদর হাসপাতালের এক কর্মচারী (৪০) ও লালমনিরহাট সাপ্টিমারি এলাকার এক যুবক (১৮)।

এ নিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৩ জনে। আক্রান্তদের মধ্যে পুলিশ ও চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের লোকজন সবচেয়ে বেশি।

জিতু কবীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।