খুলনায় স্বাস্থ্যকর্মীসহ আরও তিনজন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১২ মে ২০২০
ফাইল ছবি

খুলনা মেডিকেল কলেজের ল্যাবে যশোরের মনিরামপুর উপজেলার একজন স্বাস্থ্যকর্মীসহ তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শান্তিনগর এলাকার বাসিন্দা। অপর দুইজনের মধ্যে একজন যশোরের মনিরামপুর, আরেক নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১২ মে) রাতে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি বলেন, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনা জেলার ২২টি নমুনা ছিল। এদের মধ্যে তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। খুলনায় আক্রান্ত হওয়া ব্যক্তি সোনাডাঙ্গা থানাধীন খুমেক হাসপাতালের সামনের শান্তিনগর এলাকার বাসিন্দা। বর্তমানে ওই এলাকা লকডাউনের প্রস্তুতি চলছে। এ নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ জনে।

ডা. মেহেদী নেওয়াজ আরও বলেন, খুমেকের পিসিআর ল্যাবে করোনাভাইরাসে শনাক্ত হওয়া আরেকজন যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, অপরজন নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া গ্রামের বাসিন্দা।

আলমগীর হান্নান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।