টাঙ্গাইলে ৮ মাসের শিশুসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৩ মে ২০২০
প্রতীকী ছবি

টাঙ্গাইলে নতুন করে আট মাসের শিশুসহ পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জন। আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলার আট মাস বয়সী শিশুসহ একই পরিবারের চারজন। অপরজন ঘাটাইল উপজেলার বাসিন্দা।

বুধবার (১৩ মে) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রকুনুজ্জামান খান বলেন, আক্রান্ত চারজনই উপজেলার সহবতপুর ইউনিয়নের বাটরা গ্রামের একই পরিবারের সদস্য। তাদের পরিবারের এক সদস্য ঢাকায় থাকেন। তিনি সেখানে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। সেখানেই তিনি আক্রান্ত হন। পরে তার পরিবারের চারজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে তা পজিটিভ আসে। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে ওই বাড়ির আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

অপরদিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান জানান, আক্রান্ত ব্যক্তি উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় চাকরি করতেন। শারীরিক সমস্যার জন্য তার নমুনা পরীক্ষা করা হলে আজ তার রিপোর্ট পজিটিভ আসে। আমরা তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।