রাঙ্গামাটিতে দুই চিকিৎসকসহ আরও ৫ জন করোনা আক্রান্ত
রাঙ্গামাটি জেলায় দুই চিকিৎসকসহ নতুন করে আরও ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যায় এ পাঁচজনের করোনা পজিটিভ নিশ্চিত হয়েছেন বলে জানান তিনি।
ডা. মোস্তফা কামাল জানান, গত ৭ মে এ পাঁচ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। আজ ১৩ মে (বুধবার) সন্ধ্যায় তাদের রিপোর্ট আমরা হাতে পেয়েছি।
তিনি আরও জানান, পাঁচজনের মধ্য দুইজন রাঙ্গামাটির চিকিৎসক, একজন সরকারি ও অন্যজন বর্তমানে প্র্যাকটিস করছেন। বাকি তিন জনের মধ্যে ২ জন বিলাইছড়ির ও ১ জন রাজস্থলী উপজেলার। তারা সকলে কোয়ারেন্টাইনে আছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ৬ মে রাঙ্গামাটিতে একজন সিনিয়র নার্সসহ ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আছে। তবে পরে তাদের দ্বিতীয় রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে আছেন এবং তৃতীয় রিপোর্টের অপেক্ষা করছেন। অন্যদিকে গতকালও একজন নার্সের করোনা পজিটিভ এসেছে। তিনি আগের নার্সের সংস্পর্শে এসেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনিও কোয়ারেন্টাইনে আছেন।
সাইফুল উদ্দিন/এফএ/পিআর