রাঙ্গামাটিতে নতুন করে ৪ নার্সের করোনাভাইরাস শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৪ মে ২০২০
ফাইল ছবি

রাঙ্গামাটিতে নতুন করে চার নার্সের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোন বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত নার্সদের সবাই রাঙ্গামাটি সদর হাসপাতালে কর্মরত। এর আগে সন্ধ্যায় রাঙ্গামাটি সদর হাসপাতালের একজন চিকিৎসক, বাইরে প্র্যাকটিস করা আরেকজন চিকিৎসক এবং বিলাইছড়িতে দুইজন এবং রাজস্থলীতে আরেকজনের করোনাভাইরাস শনাক্ত হয়। পরে রাতে সদর হাসপাতালের চার নার্সের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এ নিয়ে জেলায় একদিনে সর্বোচ্চ ৯ জনের করোনা শনাক্ত হলো। সন্ধ্যায় পজিটিভ রিপোর্ট আসা পাঁচজনের নমুনা পরীক্ষা করা হয়েছিল চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। আর রাতে পজিটিভ রিপোর্ট আসা চার নার্সের নমুনা চট্টগ্রামের বিআইটিআইডিতে পরীক্ষা করা হয়েছিল।

এর আগে জেলায় গত ৬ মে চারজনের করোনা শনাক্ত হয়। পরে ১২ মে আরেকজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সব মিলিয়ে রাঙ্গামাটিতে ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সাইফুল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।