রংপুরে শপিংমল-মার্কেট বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৪ মে ২০২০

রংপুরে করোনা পরিস্থিতির ভয়াবহতা ঠেকাতে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করার দাবি জানিয়েছে করোনা প্রতিরোধ নাগরিক কমিটি।

বৃহস্পতিবার (১৪ মে) রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এ দাবি জানান জেলা করোনা প্রতিরোধ নাগরিক কমিটির আহ্বায়ক ফখরুল আনাম বেঞ্জু।

করোনা প্রতিরোধ নাগরিক কমিটির চিঠিতে শপিংমল, মার্কেট ও দোকানপাট খুলে দেয়ায় করোনা ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এতে বলা হয়, করোনার প্রভাব বৃদ্ধির শুরু থেকে রংপুরের জনগণ অনেকাংশে নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলাচল করছিল। কিন্তু ১০ মে সরকারি নির্দেশনায় সীমিত আকারে মার্কেট, দোকান খুলে দেয়ার ঘোষণা দেয়ায় পরিস্থিতি উল্টো হতে শুরু করে। জেলা প্রশাসন থেকে কঠোর নির্দেশনা দেয়া হলেও তা না মেনেই মার্কেটে যাচ্ছে সবাই।

এছাড়া এসব মার্কেটে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তাই করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় রংপুরের সব দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধের দাবি জানাই।

এ বিষয়ে করোনা প্রতিরোধ নাগরিক কমিটির আহ্বায়ক ফকরুল আনাম বেঞ্জু বলেন, আমরা লক্ষ্য করছি সীমিত আকারে দোকানপাট ও মার্কেট খোলার কথা ও কিছু নির্দেশনা মেনে চলার কথা থাকলেও তা মানা হচ্ছে না। মার্কেটে প্রচুর মানুষ যাতায়াত করছে। ফলে করোনার প্রাদুর্ভাব বাড়তে পারে। তাই দোকানপাট, শপিংমল ও মার্কেট বন্ধ করা জরুরি। তা নাহলে বড় বিপদের সম্মুখীন হবে রংপুরবাসী।

জিতু কবীর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।