রাঙ্গামাটিতে আরও ১০ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৪ মে ২০২০

রাঙ্গামাটি জেলায় নতুন করে আরও ১০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের দায়িত্বরত করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে পাঠানো করোনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানান তিনি।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে লংগদু উপজেলার ২ জন, জুরাইছড়ি উপজেলার ৬ জন, রাঙ্গামাটি সদর হাসপাতালের আয়া ১ জন এবং নার্স ১ জন রয়েছেন।

রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের দায়িত্বরত করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী ও ৫ জন পুরুষ। তারা সকলে কোয়ারেন্টাইনে আছেন।

প্রসঙ্গত, এনিয়ে রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। গত ৬ মে ৪ জন প্রথমবারের মতো করোনা শনাক্ত হন। পরে তাদের দ্বিতীয় রিপোর্টে করোনা নেগেটিভ এলেও তৃতীয় রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছেন। এছাড়া ১২ মে ১ জন এবং ১৩ মে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সাইফুল উদ্দিন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।