এক পরিবারের সাতজনের করোনা পজিটিভ, ছয়জনই নারী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৫ মে ২০২০
প্রতীকী ছবি

ভৈরবে এক পরিবারের সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পাওয়া রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে ছয়জনই নারী।

আক্রান্তদের বাসা শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায়। আক্রান্তের খবর পেয়ে উপজেলা প্রশাসন শুক্রবার সকালে ওই এলাকা লকডাউন করে। আক্রান্তদের মধ্যে দুজনকে শুক্রবার সকালে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি পাঁচজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

এ নিয়ে ১০ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত ভৈরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯ জন। তার মধ্যে এসিল্যান্ড ও আটজন চিকিৎসকসহ ২২ জন স্বাস্থ্যকর্মী, ১১ জন পুলিশ। এরই মধ্যে ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন সাতজনসহ ১৬ জন এখন চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, ১৩ মে বুধবার ৩৫ জনের নমুনা পাঠানোর রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার রাতে একই পরিবারের সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২৮ জনের রিপোর্ট আসে নেগেটিভ। ভৈরবে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩ জন।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, মানুষকে বার বার অনুরোধ করেও ঘরে রাখা যাচ্ছে না। মানুষকে বাঁচাতে গিয়ে এসিল্যান্ড, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এক পরিবারের সাতজন আক্রান্ত হওয়াই শুক্রবার ওই এলাকা লকডাউন করা হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।