করোনা জয় করে কাজে ফিরলেন ৭ চিকিৎসক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৬ মে ২০২০

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সাতজন চিকিৎসক করোনাভাইরাসকে জয় করে শনিবার (১৬ মে) কাজে যোগদান করেছেন। গত এপ্রিল মাসের বিভিন্ন সময়ে তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কোয়ারেইন্টাইনে থেকে চিকিৎসা নিয়ে তারা গত ১ মে করোনামুক্ত হন। এরপর তারা ১৪ দিন বাসায় বিশ্রামে ছিলেন।

এই সাত চিকিৎসক হলেন- ডা. কিশোর কুমার ধর, ডা. রাইনা মাসনুন, ডা. দেবারতি দাস , ডা. ওবাইদুর রহমান, ডা. মহাইমিনুল ইসলাম, ডা. তানজিদা শারমিন ও ডা. শিহাবুল হক ফয়সাল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, গত ৪০ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন চিকিৎসকসহ ২২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মানুষের সেবা দিতে গিয়েই তারা আক্রান্ত হন। ভৈরবে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ জন। তাদের মধ্যে এসিল্যান্ড, ১১ পুলিশ ও ২২ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর মধ্য শুক্রবার (১৫ মে) পর্যন্ত ৪০ জন সুস্থ্য হয়েছেন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে শুক্রবার অমিও দাস নামে এক মৎস্য ব্যবসায়ী মারা গেছেন। করোনা থেকে সুস্থ্য হয়ে শনিবার সাতজন চিকিৎসক কাজে যোগদান করেছেন।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।