করোনা ধরেছে বুঝতে পেরে বাড়ি না গিয়ে হোটেলে চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৬ মে ২০২০

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও একজন বাড়ি ফিরেছেন। শনিবার (১৬ মে) দুপুরে করোনামুক্ত হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়। সুস্থ ব্যক্তি হলেন রংপুর সিটি করপোরেশনের বাসিন্দা চিকিৎসক কামরুল ইমান রাশেদ।

চিকিৎসক রাশেদ শিশুরোগ বিষয়ে ঢাকায় উচ্চতর কোর্সে (এমডি, থিসিস পার্ট) অধ্যয়নরত। হাসপাতাল থেকে বিদায় নেয়ার সময় তাকে ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক এসএম নূরুন নবী বলেন, চিকিৎসক রাশেদ ১ মে ঢাকা থেকে রংপুরে আসার পথে করোনার লক্ষণ নিজের মধ্যে বুঝতে পারেন। তখন বাড়িতে না গিয়ে শহরের একটি হোটেলে অবস্থান নেন তিনি। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। ৩ মে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর হাসপাতালে ভর্তি হন তিনি।

চিকিৎসক রাশেদের শরীরে করোনার উপসর্গ না থাকায় এবং পরপর দুই বার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় শনিবার তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে মোট ৩০ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ৩৮ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এসএম নূরুন নবী।

প্রসঙ্গত, রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবীর সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন চিকিৎসক কামরুল ইমান রাশেদ।

জিতু কবীর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।