গাজীপুর থেকে শরীয়তপুর গিয়ে নারী পুলিশ করোনায় আক্রান্ত
শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় একজন পুলিশ সদস্যসহ চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন সদর উপজেলার ডোমসার ইউনিয়নে এক নারী পুলিশ সদস্য, রুদ্রকর ইউনিয়নে দুইজন পুরুষ ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নে একজন নারী।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭১ জনে দাঁড়াল। এই প্রথম শরীয়তপুরে একজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সম্প্রতি গাজীপুর থেকে শরীয়তপুর সদরের ডোমসারে নিজ বাড়িতে ফিরেছেন। তিনি গাজীপুরে পুলিশে চাকরি করেন।
এদিকে, শরীয়তপুরে ২২ করোনা রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। রোববার (১৭ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ বলেন, জেলার ৭১ জন করোনা আক্রান্তদের মধ্য থেকে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসাপ্রাপ্ত ২২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ৮৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এক হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় করোনায় আক্রান্ত মোট ৭১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় দুইজনের মৃত্যু হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহমেদ খান বলেন, ওই নারী পুলিশ সদস্য গাজীপুরে চাকরি করেন। সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে গাজীপুর থেকে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার নিজ বাড়ি ফিরেছেন। জ্বর, সর্দি নিয়ে ১২ মে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। রোববার তার করোনা ফলাফল পজিটিভ আসে।
৪ এপ্রিল করোনায় আক্রান্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে মারা যান।
মো. ছগির হোসেন/এএম/এমকেএইচ