আম্ফান : আশ্রয়কেন্দ্রে দেয়া হবে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক
মহামারি করোনাভাইরাসের মধ্যে সুপার সাইক্লোন আম্ফানের আগমনে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। তাই আশ্রয়কেন্দ্র থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিহত করতে বরগুনার প্রতিটি আশ্রয়কেন্দ্রে বিতরণ করা হবে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।
এছাড়াও নিরাপদ আশ্রয়ে আসা সাধারণ মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রায় দ্বিগুণ করা হয়েছে আশ্রয়কেন্দ্র। ইতোমধ্যেই জেলায় ৬১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে বরগুনা জেলা প্রশাসন। এছাড়া আরও আশ্রয়কেন্দ্র প্রস্তুত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আশ্রয়কেন্দ্র থেকে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিহত করতে আমরা জেলার প্রতিটি আশ্রয়কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করব। এছাড়াও মাস্ক বিতরণের প্রস্তুতিও রয়েছে আমাদের।
তিনি আরও বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা কঠোর হব। ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলা করতে গিয়ে যাতে করোনাভাইরাস সর্বত্র ছড়িয়ে না পড়ে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমকেএইচ