যবিপ্রবির ল্যাবে ছয়জনের করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২০ মে ২০২০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে ছয়জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (২০ মে) সকালে এ ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, যশোরের ২৮ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। বাকি ২২ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

মিলন রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।