খুলনায় পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ আরও ১২ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:১৯ পিএম, ২২ মে ২০২০

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ল্যাবে পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন খুলনার, বাগেরহাটের ছয়জন ও সাতক্ষীরার দুইজন রয়েছেন।

শুক্রবার (২২ মে) রাতে তাদের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি বলেন, শুক্রবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ৮৮টি। এদের মধ্যে মোট ১২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে চারজন খুলনার, বাগেরহাটের ছয়জন ও সাতক্ষীরার দুইজন।

ডা. মেহেদী নেওয়াজ আরও বলেন, খুলনায় শনাক্ত হওয়া চারজনের মধ্যে একজন খুলনা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট, একজন পুলিশ সদস্য; যিনি ফুলতলা উপজেলার আটরা এলাকার বাসিন্দা, একজন জুট মিলের কর্মকর্তা ও একজন দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে খুলনায় মোট ৪২ জন করোনা পজিটিভ হয়েছেন। করোনায় মারা গেছেন দুইজন।

আলমগীর হান্নান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।