সাভার ও ধামরাইয়ে নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত
ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় নতুন করে আরও ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দুই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৪ জন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) ৫৬ ও শুক্রবার (২২ শে) ৫৪ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩৪ জনের প্রতিবেদন পজিটিভ আসে। ধামরাই থেকে ওই দুদিনে ৩৩ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
সব মিলিয়ে সাভারে গত ২২ মে পর্যন্ত ১৪৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ২৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেনে ২৪ জন এবং মারা গেছেন পাঁচজন। অপরদিকে ধামরাইয়ে ৭৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ২৩ মে পর্যন্ত মোট ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১০ জন।
এদিকে সাভারে সন্দেহভাজন করোনারোগীদের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে দুটি বুথ স্থাপন করা হয়েছে। এই দুটি বুথ থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৮০ জনের নমুনা সংগ্রহ করা হলেও এই পরিমাণ খুব কম বলে মনে করছেন স্থানীয় লোকজন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, করোনা শনাক্ত করার জন্য সরকারিভাবে যে কিট সরবরাহ করা হয়, তার পরিমাণ কম। সাভারে যে পরিমাণ কিট সরবরাহ করা হয়েছিল তা প্রায় শেষ। জনবল ও কিট স্বল্পতার কারণে সাভারে অনেক মানুষকে করোনা পরীক্ষার আওতায় আনা সম্ভব হচ্ছে না।
তবে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক নাথুরাম সরকার বলেন, সাভারে নমুনা সংগ্রহ বাড়ানো হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। ল্যাবে করোনা শনাক্তকরণের কিট স্বল্পতা নেই। এখন পর্যন্ত তারা ৫ হাজার কিট পেলেও গত শুক্রবার পর্যন্ত ৩ হাজার ৬৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি আরও বলেন, সাভারে প্রায় ৫০ থেকে ৬০ লাখ লোকের বাস। তাই এখানে অনেক মানুষ আক্রান্ত হতে পারেন। এ কারণে সঠিক আক্রান্তের সংখ্যা নির্ণয় করতে হলে নমুনা সংগ্রহ বাড়াতে হবে। বিশেষ করে সাভারের উলাইল, হেমায়েতপুর, তেঁতুলঝোড়া ও আশুলিয়ার বাইপাইল থেকে বেশি করে নমুনা সংগ্রহ করতে হবে।
অন্যদিকে সাভারে শনিবার (২৩ মে) রাতে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাভারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৪ মে সাভারে করোনা আক্রান্ত হন নাজমুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। পরে তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে নাজমুল ইসলামের মৃত্যুর বিষয়টি জানানো হয়।
আল-মামুন/আরএআর/পিআর