ঢাকা থেকে খুলনায় গিয়ে ৬ পুলিশ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৫ মে ২০২০
প্রতীকী ছবি

খুলনায় পুলিশের ছয় সদস্যসহ ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্যরা কয়েকদিন আগে ঢাকা থেকে খুলনায় গেছেন।

সোমবার (২৫ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ছয় পুলিশ সদস্য হলেন- খালিশপুর শিল্পাঞ্চল পুলিশের সদস্য মো. রমজান (৫১), অজয় চন্দ্র সরকার (২০), তাকবীর (২০), মো. রফিকুল ইসলাম, শশধর ও আল আমীন (২০)।

পাশাপাশি খুলনার তেরখাদার পাটগাতী গ্রামের দুই ব্যক্তি ও দৌলতপুরের দেয়ানার দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, খুলনা মেডিকেল কলেজের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন অভয়নগরের একজন। তাকে খুলনার করোনা হাসপাতালে নেয়া হয়েছে।

আলমগীর হান্নান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।