সিলেটে করোনা আক্রান্ত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৬ মে ২০২০
প্রতীকী ছবি

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা আক্রান্ত এক যুবকের (৩৬) মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি জানিয়েছেন মৃতের ভাতিজা আব্দুর রাজ্জাক। রাজ্জাক নিজেও করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।

গত ১১ মে কিডনিজনিত সমস্যা নিয়ে সিলেট নগরের রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি হন ওই যুবক। করোনার উপসর্গ থাকায় ১৬ মে তাকে শহীদ সামসুদ্দিন হাসপাতালে নেয়া হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তার মৃত্যু হয়।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. প্রশান্ত কুমার মহাপাত্র বলেন, করোনা আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে।

সিলেট বিভাগে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৯৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩২৯ জন। সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ১৬৪ জন ও মৌলভীবাজারের ৯৭ জন। এই রোগে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮১ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৯৯ জন।

ছামির মাহমুদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।