চিকিৎসকের কথা না শুনে ক্লিনিক থেকে বাড়ি যাওয়ার পরদিনই মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৮ মে ২০২০
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আবুল কালাম আজাদ (৫৫) নামে এক জুটমিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুভগাছা ইউনিয়নের বয়রাবাড়ি গ্রামে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে দফন করা হয়। মৃত আবুল কালাম আজাদ বয়রাবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও চট্টগ্রামের আমিন জুটমিলের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, ২৪ মে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন আবুল কালাম। গতকাল বুধবার (২৭ মে) সিরাজগঞ্জের মেডিএইড ক্লিনিকে চিকিৎসার জন্য যান তিনি। সেখানের কর্তব্যরত চিকিৎসক উপসর্গ দেখে তাকে করোনা পরীক্ষা করাতে বলেন। কিন্তু পরীক্ষা না করিয়ে বাড়িতে চলে আসেন আবুল কালাম। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের উপস্থিতিতে তাকে দাফন করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।