সোমবার থেকে রংপুর-ঢাকা বাস চলাচল শুরু
দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবার রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হচ্ছে।
রংপুর-ঢাকা মহাসড়কে ১ জুন (সোমবার) থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হবে।
রোববার (৩১ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসকের হলরুমে রংপুরের মোটর মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
জেলা প্রশাসক বলেন, শুধুমাত্র রংপুর-ঢাকা মহাসড়কে সরাসরি বাস চলাচল করবে। কোনো স্থানে বাস থামবে না। জেলা পর্যায়ে লোকাল বা আন্তজেলা বাস চলাচল করতে পারবে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি সিটে একজন করে যাত্রী বসবে। যদি একই পরিবারের লোক হয় তবে সিটে দুইজন যাত্রী বসতে পারবে। গাড়িতে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে হবে। টিকিট কাউন্টারে, গাড়ির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারসহ সবাইকে অবশ্যই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে ওঠানো যাবে না। বাসে যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও মটর মালিক-শ্রমিক সংগঠন যৌথ উদ্যোগে একটি মনিটরিং কমিটি করা হবে।
এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, রংপুর জেলা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজু, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদসহ বিআরটিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিতু কবীর/এএম/এমকেএইচ