করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৮:২৩ এএম, ০৩ জুন ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। রুবিনা খাতুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে জানান, সর্দি, জ্বর ও কাশি নিয়ে গত শনিবার (৩০ মে) ওই নারী হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে মঙ্গলবার দুপুরের দিকে রামেক হাসপাতালে শফিউর রহমান (৫৫) নামে এক করোনা রোগী মারা যান। শফিউর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। তিনি নগরীর কুমারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

করোনার উপসর্গ নিয়ে গত (৩০ মে) শনিবার তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। সোমবার (১ জুন) তার করোনা ধরা পড়ে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।