খুলনায় একদিনে ২৮ জনের করোনা শনাক্ত, মোট ১৮১
খুলনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮১ জনে।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দফতর থেকে এ তথ্য জানা গেছে।
খুমেকের উপাধ্যাক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, শনিবার খুমেকের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৬৭টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ২৯টি। এর মধ্যে খুলনার ২৮টি ও বাগেরহাটের ১টি।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, আজ দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ১৫৩টি। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়। এই নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮১ জনে।
এদিকে শনিবার বিকেলে করোনা ডেডিকেটেড ডায়াবেটিক হাসপাতালে মো. আলী মিয়া (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। তিনি লড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে।
হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, বিকেল সাড়ে ৩টায় করোনা ডেডিকেটেড ডায়াবেটিক হাসপাতালে ওই ব্যক্তি মৃত্যু হয়। তার ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল। তিনি গত ২৫ মে হাসপাতালে ভর্তি হন। পাঁচ দিন আগে একবার তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল। তবে ফুসফুসে সমস্যা থাকায় তাকে হাসপাতালেই রাখা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ এখনও হাসপাতালে আছে। নিয়ম অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে।
আলমগীর হান্নান/এমএসএইচ