খুলনায় করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৭ জুন ২০২০

খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফরিদ হোসেন (৬০) নামে ওই বৃদ্ধ মহানগরীর মোহাম্মদনগর এলাকার বাসিন্দা।

রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে তিনি মারা যান। এর আগে সকালে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, করোনা আক্রান্ত ফরিদ হোসেন দুপুরে মারা গেছেন। এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত মোট ৫ জনের মৃত্যু হলো।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, ওই রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে ভর্তি ছিলেন। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর শনিবার বিকেলে তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, এ নিয়ে খুলনা বিভাগের দশ জেলায় ১৩ জন করোনা রোগীর মৃত্যু হলো। এর মধ্যে রয়েছে খুলনায় ৫ জন, বাগেরহাটে ২ জন, যশোরে ১ জন, নড়াইলে ২ জন, চুয়াডাঙ্গায় ১ জন ও মেহেরপুরে ২ জন।

আলমগীর হান্নান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।