করোনার সংক্রমণ ঠেকাতে অভিযানে মেয়র, প্রথমদিন দুই মার্কেট বন্ধ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে সিলেট নগরে চলছে সিটি করপোরেশনের প্রচার অভিযান।
এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও দুটি মার্কেট বন্ধের নির্দেশ দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সেই সঙ্গে সিসিকের বিশেষ গাড়ি দিয়ে সড়কে জীবাণুনাশক ছিটানো হয়।
মঙ্গলবার (০৯ জুন) বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব এবং পুলিশ সদস্যদের নিয়ে নগরের বিভিন্ন ব্যস্ততম এলাকায় অভিযান পরিচালনা করেন মেয়র।
নগর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়ে কিন ব্রিজ এলাকা, সুরমা মার্কেট, বন্দর বাজার, হাসান মার্কেট, লালদিঘীরপাড়, করিম উল্লাহ মার্কেটসহ আশপাশের দোকানগুলো ঘুরে দেখেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় নগরের বিভিন্ন মার্কেট ঘুরে বন্দরবাজার এলাকায় সিটি করপোরেশনের মালিকানাধীন হাসান মার্কেট ও লালদিঘীরপাড় এলাকায় হকার্স মার্কেট আগামী এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেন মেয়র।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে যে হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে এতে আমরা সামনে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি। যে পরিমাণ হাসপাতাল সিলেটে আছে; সবগুলো মিলিয়েও আমাদের রক্ষা হবে না। তাই আজ থেকে সিটি করপোরেশন অভিযান নেমেছে। যারাই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন বন্দরবাজার এলাকার হাসান মার্কেট ও লালদিঘীরপাড় এলাকার হকার্স মার্কেটের যে অবস্থা, সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিন্দুমাত্র সুযোগ নেই। তাই এক সপ্তাহের জন্য মার্কেট দুটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। যদি কেউ বন্ধ না করেন তবে সরকারের স্বাস্থ্যবিধি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।
মেয়র আরও বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে সিলেটের মানুষকে সচেতন করতে মাইকিংসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশন। কিন্তু মানুষ এতে কর্ণপাত করেনি। তাই এখন থেকে প্রতিদিন মাঠে থাকবে সিটি করপোরেশন। বিষয়টি মনিটরিং করব আমি।
এদিকে, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় জরিমানা ও মামলা করেছেন সিলেট সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। এ সময় অন্যান্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন মেয়র। অন্যথায় সিটি করপোরেশন কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন পরিচালিত অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে নয়টি মামলা করেছেন। সেই সঙ্গে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন।
সিএনজিচালিত অটোরিকশা, পথচারীসহ দোকান-মার্কেটে স্বাস্থ্যবিধি না মানায় এসব মামলা ও জরিমানা করা হয় বলে জানান সিসিকের ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন।
অভিযানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্যরা।
ছামির মাহমুদ/এএম/জেআইএম