করোনা কেড়ে নিলো মুক্তিযোদ্ধার প্রাণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০১:২৭ এএম, ১১ জুন ২০২০

বরিশালে করোনাভাইরাসে প্রাণ গেল ৭০ বছর বয়সী এক মুক্তিযোদ্ধার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১০ জুন) বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধা নগরীর নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা ছিলেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। বিকেলে তার মৃত্যু হয়।’

হাসপাতালের এ চিকিৎসক আরও বলেন, ‘তিনি করোনায় আক্রান্ত কি-না তা জানতে ভর্তির পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মঙ্গলবার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। বুধবার রাত ১০টার দিকে তার নমুনা রিপোর্ট পাওয়া গেছে। তাতে পজিটিভ বলে উল্লেখ রয়েছে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ১০ জুন রাত পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

সাইফ আমীন/এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।