করোনা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে দুইজনের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে এবং শনিবার ভোরে মারা যান তারা।
মৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার সুপারিপট্টি মহল্লার সিরাজ উদ্দিন (৫৫) ও বদলগাছীর ইসলামপুরের গোলাম মোস্তফার ছেলে আবদুল গাফফার (২০)। এলাকায় মুদি দোকান রয়েছে সিরাজ উদ্দিনের। আর আবদুল গাফফার ঢাকার ওয়াশিং কারখানার কর্মী ছিলেন।
আবদুল গাফফার শুক্রবার রাত আটটার দিকে রামেক হাসপাতালের করোনা ইউনিটের ২৯নং ওয়ার্ডে মারা যান। শনিবার ভোর ৫টার দিকে একই ওয়ার্ডে মারা যান সিরাজ উদ্দিন।
হাসপাতালূ সূত্র বলছে, করোনার উপসর্গ নিয়ে শুক্রবার বেলা আড়াইটার দিকে রামেক হাসপাতালে আসেন সিরাজ উদ্দিন।
পরে তাকে করোনা আইসোলেশন ইউনিট রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালের ২৯ ওয়ার্ডে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, করোনা নেগেটিভ সত্ত্বেও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এসেছিলেন আবদুল গাফফার। প্রথমে তাকেও মিশন হাসপাতালে পাঠানো হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, আবদুল গাফফার আগেই নমুনা পরীক্ষা করিয়েছিলেন। তখন তার করোনা নেগেটিভ এসেছিল। তবে সিরাজ উদ্দিনের আগে পরীক্ষা হয়নি।
মৃত্যুর পর দুজনেরই নমুনা নেয়া হয়েছে। রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে তারা করোনায় মারা গেছেন কিনা। মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে নওগাঁ এবং রাজশাহীর দুইজন মারা যার।
ফেরদৌস/এমএএস/এমকেএইচ