সিলেট বিভাগে আরও ১৬৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৫১ এএম, ১৪ জুন ২০২০

সিলেট বিভাগে আরও ১৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জে ৯২ জন। দ্বিতীয় সর্বোচ্চ সিলেট জেলায় ৪৭ জন আক্রান্ত হয়েছেন। আর মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ১৩ জন করে মোট ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিলেট জেলায় শনিবার (১৩ জুন) এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় ১৯ জন, বালাগঞ্জে একজন, জকিগঞ্জে ৫ জন, গোয়াইনঘাটে ৫ জন, জৈন্তাপুরে একজন, ফেঞ্চুগঞ্জের চারজন, বিয়ানীবাজার উপজেলার ৮ জন এবং গোলাপগঞ্জের চারজন।

এদিকে শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৬১ জনের শনাক্ত হয়েছেন। এর আগে এ দিন বিকেলে ঢাকার ল্যাব নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়। শনিবার (৩১ জুন) শাবিপ্রবির ল্যাবে মোট ২০২ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়।

ঢাকার ল্যাবে ৩১ জন শনাক্তের বিষয়ে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন, ঢাকার আইইডিসিআর ল্যাবে কয়েক দিন আগে ২৮২ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এছাড়া মৌলভীবাজারও হবিগঞ্জ জেলায় ১৩ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌওহীদ আহমদ এবং হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান।

ডা. তৌওহীদ আহমদ বলেন, ঢাকা থেকে বিকেলে ১৩ জন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও বেশ কিছু নমুনার রিপোর্টের অপেক্ষা করছি আমরা।

নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ৩ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৫ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জন। আক্রান্তদের মধ্যে নারী পুরুষ উভয়েই রয়েছেন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ৬, বাহুবলের ৪ ও হবিগঞ্জ সদর উপজেলার ৩ জন রয়েছেন। নতুন ১৩ নিয়ে হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২৪০ জন।

শনিবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩১০ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩৫২ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি তিন জেলার চেয়ে সিলেট জেলার আক্রান্তের সংখ্যা বেশি। সুনামগঞ্জে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৫২৪ জন। আর হবিগঞ্জের বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৪০। আর মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ১৯১।

করোনা আক্রান্তদের মধ্যে ৪৫১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৪০ জন, সুনামগঞ্জে ১০০ জন, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজারে ৬৯ জন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৫ জন, সুনামগঞ্জে ১১৬ জন, হবিগঞ্জে ২৭ জন এবং মৌলভীবাজারে ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিভাগে করোনায় মারা গেছেন মোট ৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৩৬ জন। এছাড়া মৌলভীবাজার ও সুনামগঞ্জে ৪ জন করে এবং হবিগঞ্জে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

ছামির মাহমুদ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।