সিলেটে নর্থ ইস্ট হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ দিনে ১৮ মৃত্যু
সিলেটের বেসরকারি করোনা চিকিৎসা কেন্দ্র দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৩ দিনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। পাশাপাশি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ জন।
শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরী।
তিনি জানান, গত ১ জুন থেকে এই বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয়। এ পর্যন্ত হাসপাতালে ১০৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৫২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইতোমধ্যে ৪০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং ১৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
ডা. শাহরিয়ার বলেন, মারা যাওয়া রোগীদের শরীরে বিভিন্ন রোগ-ব্যাধি ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতালের অন্য একটি সূত্র জানায়, শনিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত ১১৯ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫১ জন, আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ৫০ জন। করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।
ছামির মাহমুদ/এফএ/পিআর