খুমেকে করোনার উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত এসআইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৪ জুন ২০২০
ফাইল ছবি

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে আবুল হোসেন (৭০) নামের পুলিশের অবসরপ্রাপ্ত এক এসআইয়ের মৃত্যু হয়েছে।

খুলনায় উপসর্গ নিয়ে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে তাদের মধ্যে ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১৪ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের ফ্লু কর্ণারের ফোকাল পার্সন (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, জ্বর ও শাসকষ্ট নিয়ে রোববার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে আবুল হোসেনকে হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

আবুল হোসেন মহানগরীর খালিশপুর হাউজিংয়ের মৃত হাতেম শেখের ছেলে।

পারিবার সূত্রে জানা গেছে, এসআই আবুল হোসেন সর্বশেষ খুলনা ডিআইজি অফিসে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, করোনাকালীন সময়ে খুলনায় ৪২ জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ৪ জনের নমুনায় করোনায় পজিটিভ পাওয়া যায়। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, রূপসা উপজেলার নুর আলম খান, দিঘলিয়ার নজরুল ইসলাম, নগরীর খালিশপুরের আনোয়ার হোসেন ও মনোয়ারা বেগম।

আলমগীর হান্নান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।