করোনা মোকাবিলায় গিয়ে আক্রান্ত হয়েছেন সিলেটের ১৭১ পুলিশ সদস্য

ছামির মাহমুদ
ছামির মাহমুদ ছামির মাহমুদ সিলেট
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৮ জুন ২০২০

সিলেটে করোনাভাইরাসে এ পর্যন্ত পুলিশের ১৭১ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একাধিক কর্মকর্তাসহ ৬৬ জন এবং জেলা পুলিশের ৯২ জন। এছাড়া রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ১৩ জন।

জনসাধারণকে করোনামুক্ত রাখতে গিয়েই করোনা মোকাবেলায় সম্মুখযোদ্ধা খ্যাত এই বিপুলসংখ্যক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেটে পুলিশের পক্ষ থেকে অসহায়দের মধ্যে ত্রাণ তৎপরতা চালানো হয়, যা এখনও অব্যাহত আছে। পাশাপাশি করোনায় মৃতদের দাফনেও অংশ নিচ্ছে পুলিশ। এসব করতে গিয়েও সিলেটের পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন।

ভালো খবর হলো এ পর্যন্ত সিলেটে করোনাক্রান্ত হয়ে কোনো পুলিশ সদস্য মারা যাননি। আক্রান্তদের বেশিরভাগই ১০ থেকে ১২ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন। আক্রান্ত ১৭১ জনের মধ্যে ৬১ জনই ইতোমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন। এর মধ্যে এসএমপির ১৪ জন ও জেলার ৪১ জন ও আরআরএফের ছয়জন।

polic

এসএমপি সূত্রে জানা গেছে, গত এক মাসে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ৬৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দু’জন অতিরিক্ত উপ-কমিশনার, চারজন পুলিশ পরিদর্শক (ওসি), ৮ জন উপ-পরিদর্শক (এসআই)। অন্য ৫২ জনের মধ্যে কয়েকজন এএসআইসহ বাকি সবাই পুলিশ কনস্টেবল।

করোনা আক্রান্ত ৬৬ জনের মধ্যে ইতোমধ্যে ১৪ জন সুস্থ হয়ে আবার পুরোদমে দায়িত্বে ফিরে গেছেন। বাকি কয়েকজন আছেন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন এবং কয়েকজন নিজ বাসায়ই আইসোলেশনে আছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) এসব তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা। তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো।

polic

তিনি জানান, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া প্রতিনিয়ত অসুস্থদের খোঁজখবর নিচ্ছেন। তাদের জন্য ফলমূল পাঠাচ্ছেন। পুলিশ সদস্যদের মনোবল চাঙা রাখতে বিভিন্ন উৎসাহমূলক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেট জেলা পুলিশে তিনজন নারী পুলিশ সদস্যসহ ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৫ জনই বিশ্বনাথ থানা পুলিশের সদস্য। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন গোয়াইনঘাট থানায়। সেখানে আক্রান্ত হয়েছেন ১২ পুলিশ সদস্য।

polic

জেলা পুলিশে আক্রান্ত ৯২ জনের মধ্যে দুজন পুলিশ পরিদর্শক (ওসি), উপ-পরিদর্শক (এসআই) ১৬ জন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ১৩ জন ও বাকি ৬১ জনই কনস্টেবল। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ জন।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তের শুরু থেকে এখন পর্যন্ত পজিটিভ শনাক্ত হওয়া এই ৯২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ জন। বাকিদের মধ্যে কয়েকজন আছেন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে এবং কয়েকজন আছেন নিজ বাসাতে আইসোলেশনে। তারাও সুস্থ হওয়ার পথে রয়েছেন।

polic

তিনি বলেন, সবচেয়ে বড় সুখবর হচ্ছে করোনায় আমাদের জেলা পুলিশের কোনো সদস্য এ পর্যন্ত মারা যাননি। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় আক্রান্ত পুলিশ সদস্যদের প্রচুর পরিমাণে ফলমূল খাওয়ানো হচ্ছে। তারা চিকিৎসকের নির্দেশনাও সঠিকভাবে প্রতিপালন করায় আল্লাহর রহমতে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

জেলা পুলিশের এই মুখপাত্র বলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন আহমদ বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে করোনা আইসোলেশন সেন্টারে থাকা আক্রান্তদের দেখে মনোবল বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।