ময়মনসিংহে ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকাসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার ভোরে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার স্কুল শিক্ষিকা মাকসুদা জাহান মুর্শিদি, নগরীর সেহড়া এলাকার বৃদ্ধা মরিয়ম বেগম এবং নান্দাইল উপজেলার যুবক মুরসালিন।
সিভিল সার্জন জানান, স্কুল শিক্ষিকা মাকসুদা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
এছাড়া বৃদ্ধা মরিয়ম বেগম করোনা আক্রান্ত হয়ে গত ১৩ জুন এসকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।
অপরদিকে মুরসালিন গতকাল সন্ধ্যায় করোনা আক্রান্ত হয়ে এসকে হাসপাতালে ভর্তি হলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
এফএ/জেআইএম