করোনায় রামেক হাসপাতালে দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২০ জুন ২০২০
ফাইল ছবি

প্রাণঘাতী করোনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০টায় এবং শনিবার সকাল ৯টার দিকে মারা যান তারা।

মৃতরা হলেন- নগরীর পদ্মা আবাসিক এলাকার ড. মো. শহীদুল্লাহ প্রামানিক (৫৫) ও পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামের হাফিজুর রহমান (৪৭)। হাফিজুর রহমান স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে মারা যান ড. শহীদুল্লাহ প্রামানিক। কয়েকদিন আগে তার করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে করোনায় মারা যান হাফিজুর রহমান। করোনা নিয়ে তিনি রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

ডা. সাইফুল ফেরদৌস আরও বলেন, দুই জনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা মরদেহ দাফনের ব্যবস্থা করবে।

রাজশাহী জেলায় এ নিয়ে করোনায় প্রাণ গেলো চার জনের। আর পাবনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।