বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে তিন মাসে ৭৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২২ জুন ২০২০
ফাইল ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সী আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ২২ জুন দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

সোমবার মারা যাওয়া ওই রোগীর বাড়ি ঝালকাঠির চাদকাঠি এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তিকে সকাল সাড়ে ১০টার দিকে তার স্বজনরা ভর্তি করেন। ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

সাইফ আমীন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।