বিশ্বনাথে করোনায় যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু
সিলেটের বিশ্বনাথে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দু’দিনের মাথায় যুক্তরাজ্য প্রবাসী ও স্থানীয় পীরের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তখলিছ মিয়ার (৬৫) মৃত্যু হয়েছে।
তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসি গ্রামের বাসিন্দা ও স্থানীয় পীরের বাজারের ‘তখলিছ মিয়া অ্যান্ড সন্স’র স্বত্ত্বাধিকারী।
মঙ্গলবার (২৩ জুন) ভোররাত ৪টার দিকে সিলেট নগরের আখালিয়ার ‘মাউন্ট-এডোরা’ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিকেলে সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২১) জুুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বিশ্বনাথে এ পর্যন্ত ৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও এই প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হলো।যদিও এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে প্রান্তী সেনাপতি নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। মারা যাওয়ার ৫ দিন পর গত রোববার (২১ জুন) রিপোর্ট আসে শিশুটি করোনায় আক্রান্ত ছিল।
তবে, ওই শিশুর পরিবার বর্তমানে সিলেট নগরের বাগবাড়ি এলাকায় বসবাস করে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. আব্দুর রহমান মুসা।
তিনি বলেন, বিশ্বনাথে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৫০৮ জনের এবং করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ৭৫ জন। এর মধ্যে সুস্থ হযেছেন ৪৬ জন।
প্রবাসী তখলিছ মিয়ার বড় ছেলে আবুল বশর জানান, স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করেন ব্যবসায়ী তখলিছ মিয়া। গত জানুয়ারি মাসের শেষের দিকে দেশে ফেরেন তিনি।পরবর্তীতে করোনার প্রাদুর্ভাবের কারণে তার আর যুক্তরাজ্যে যাওয়া হয়নি।
গত বুধবার (১৭ জুন) জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ‘মাউন্ট-এডোরা’ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২১ জুন তার করোনা শনাক্ত হয়। আজ ২৩ জুন ভোরে তিনি মারা যান।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়েই তার বাবার মৃত্যু হয়েছে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
করোনায় সিলেট বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৪৪ জন। আর এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬১ জন। এরমধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৪৭ জন। সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জ ৫ জন আর মৌলভীবাজারে ৪ জন।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় নতুন করে ৩৩ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭৭। আর সুনামগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন। ফলে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮২৩ জন।
এ সময় হবিগঞ্জ জেলায় ৪০ জন নতুন শনাক্ত হয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪১২ জন। একই সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারে। এখানে নতুন করে ৪৮ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩২।
এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেট জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬০ জন, সুনামগঞ্জে ২৪৪ জন, হবিগঞ্জ ১৭২ আর মৌলভীবাজার ১৩১ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ৭৮৭ জন।
ছামির মাহমুদ/এমএএস/পিআর