ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা ১৫শ ছাড়াল
ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা ১৫শ ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৫৩৮ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এবিএম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২৪ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯০১টি নমুনা পরীক্ষা করে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৮৬ জন। বাকি ৩৬ জন শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের বাসিন্দা। ময়মনসিংহের ৮৬ জনের মধ্যে সদরে ৭৮ জন, ভালুকায় ৩ জন, ফুলপুরে ২ জন, তারাকান্দায় ২ জন ও ত্রিশালের ১ জন রয়েছেন।
এ পর্যন্ত ময়মনসিংহে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫৮৪ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ৯৪২ জন ও হাসপাতালে আছেন ৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫৩৯ জন ও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন।
এফএ/পিআর