করোনার উপসর্গ নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীতে আবদুর রাজ্জাক (৬৯) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবদুর রাজ্জাক রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার বাসিন্দা মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনার উপসর্গ নিয়ে আবদুর রাজ্জাক হাসপাতালে ভর্তি হন। তীব্র শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে তার মরদেহ দাফন করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস