খুলনায় আরও দুই হাসপাতালে হবে করোনার চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০২ জুলাই ২০২০

খুলনা ডায়াবেটিক হাসপাতালের পর করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আরও দুটি বেসরকারি হাসপাতালকে প্রস্তুত করছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে ওই দুটি বেসরকারি হাসপাতালকে প্রস্তুত হওয়ার জন্য চিঠি দিয়েছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেসরকারি হাসপাতাল দুটি হলো- গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক হাসপাতাল। সিভিল সার্জনের চিঠিতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০টি ও ইসলামী ব্যাংক হাসপাতালকে ৩০টি শয্যা প্রস্তুত রাখতে বলা হয়েছে। আগামী রোববার (৫ জুলাই) থেকে সেখানে করোনা রোগী ভর্তি করা হতে পারে।

বৃহস্পতিবার (২ জুলাই) সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করেই সেখানে চিকিৎসা দেয়া হবে।

জানা যায়, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ১০০ শয্যার হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় ১১ জন করোনা রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালে রোগী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা রোগী শনাক্ত হওয়ার পর খুলনার ডায়াবেটিক হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল করা হয়।

আলমগীর হান্নান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।