খুলনায় করোনায় মারা গেলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৬ জুলাই ২০২০

খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান (৫৮) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার (৬ জুলাই) সকাল ৬টায় খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান। এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হলো।

গোলাম সারোয়ার খানের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়ায়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজ-আল-আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুমের ছেলে কেএম সাদিক হাসান সানি বলেন, আমার বাবার ৪ জুলাই করোনার রিপোর্ট পজিটিভ আসে। খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে গোলাম সারোয়ার খানের মৃত্যুতে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি খুলনা জেলা শাখা শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।