সিলেটে সাত চিকিৎসকসহ আরও ৮০ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:১২ এএম, ০৭ জুলাই ২০২০

সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় সাত চিকিৎসকসহ আরও ৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেটের ৬১ জন, সুনামগঞ্জের ১৭ জন ও মৌলভীবাজারের দুইজন রয়েছেন।

সোমবার (০৬ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫২ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে ২৮ জনের করোনা শনাক্ত হয়।

সোমবার রাত সাড়ে ১০টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া ৫২ জনের মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের তিনজন ও মৌলভীবাজার জেলার দুইজন রয়েছেন। এখানে আক্রান্তদের মধ্যে সাতজন চিকিৎসক রয়েছেন।

এদিকে, শাবিপ্রবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে সোমবার ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৭৯ জনের করোনার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।
এর মধ্যে সিলেট জেলার ১৪ জন ও সুনামগঞ্জের ১৪ জন রয়েছেন বলে জানিয়েছেন জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক।

এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত ৫ হাজার ৩৪২ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৭০ জন, সুনামগঞ্জে ১ হাজার ১০৯ জন, মৌলভীবাজারে ৫৫৯ জন ও হবিগঞ্জ জেলায় ৮০৪ জন। এদের মধ্যে করোনায় মারা গেছেন ৯০ জন। এর মধ্যে ৭১ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ১৯ জনের মধ্যে সুনামগঞ্জে সাত, হবিগঞ্জ ও মৌলভীবাজারে মারা গেছেন ছয়জন করে। সোমবার দুপুর পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন এক হাজার ৮০২ জন।

ছামির মাহমুদ/এএম/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।