খুলনায় আরও ১১৪ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:১১ পিএম, ০৯ জুলাই ২০২০

খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ১১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ১০৮ জন খুলনা জেলা ও মহানগরীর। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, বৃহস্পতিবার খুমেকের আরটি-পিসিআর মেশিনে মোট ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ২৬৮টি। এদের মধ্যে মোট ১১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ১০৮ জন খুলনা জেলা ও মহানগরীর। এছাড়াও বাগেরহাটের দুইজন, যশোর, সাতক্ষীরা, নড়াইল ও মাগুরার একজন করে শনাক্ত হয়েছেন।

খুলনার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা বলেন, বৃহস্পতিবার পর্যন্ত খুলনায় করোনা আক্রান্ত ছিলেন ২ হাজার ৭৫১ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে জেলার আরও ১০৮ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৯ জন। এদের মধ্যে মোট ৬৭৭ জন সুস্থ হয়েছেন, আর মারা গেছেন ৪৩ জন।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শরিফ উদ্দিন মহানগরীর শেরে বাংলা রোডের বাসিন্দা।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, করোনা পজিটিভ নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন শরিফ উদ্দিন। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৩ জনে।

আলমগীর হান্নান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।