করোনায় মারা গেলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১০:৩৮ এএম, ১১ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১১ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমিনুল ইসলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ও অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম (১৯৮৬) ব্যাচের কর্মকর্তা ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক সুফিয়া নাজিম জানান, গত ২৩ জুন আমিনুল ইসলামের করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ সরকারি বাংলোতে আইসোলেশনে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় ২৯ জুন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়৷ ওইদিন থেকেই তিনি আইসিইউতে ছিলেন।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।