করোনাভাইরাস : ঋণের জন্য আবেদন করলেন গোলাপগঞ্জের ৭৭৩ কৃষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৪ জুলাই ২০২০

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭৭৩ জন কৃষক করোনাভাইরাসে সৃষ্ট ক্ষতি থেকে পুষিয়ে উঠতে চার শতাংশ সুদে ঋণের জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের বেশির ভাগই সবজি, মৎস্য, পোলট্রি ও ডেইরি চাষি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কৃষকদের জন্য চার শতাংশ সুদে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনার আওতায় গোলাপগঞ্জ উপজেলার কৃষকরা সরকারি নীতিমালা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে মূলধনের জন্য এ ঋণ আবেদন করেছেন। মৌসুমভিত্তিক ফুল ও ফল চাষি, এবং পানিসম্পদ খাতেও কৃষকরা ঋণ আবেদন করেছেন।

গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, কৃষক ছাড়াও উৎপাদিত কৃষিপণ্য সরাসরি ক্রয় করে বিক্রি করে থাকেন, এমন ব্যক্তিও এই স্কিমের আওতায় ঋণ নিতে পারবেন। তবে এক্ষেত্রে কোনো উদ্যোক্তা প্রতিষ্ঠান এককভাবে পাঁচ কোটি টাকার বেশি ঋণ নিতে পারবে না।

তিনি বলেন, এ পর্যন্ত ঋণের জন্য উপজেলায় ৭৭৩ জন কৃষক আবেদন জমা দিয়েছেন। আবেদন ফরম বিভিন্ন ব্যাংক সমূহে ইতোমধ্যে পাঠানো হয়েছে। তবে এরপরও যদি কেউ আবেদন করেন তাদেরও আবেদন গ্রহণ করা হবে। এসব ঋণ বিভিন্ন সরকারি ব্যাংক যেমন; সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংকসমূহকে বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে।

খাইরুল আলম আরও বলেন, শর্ত অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ পাঁচ একর বা ১৫ বিঘা জমি চাষ করতে হবে। ফসল অনুযায়ী একর প্রতি একজন কৃষক সর্বোচ্চ ৪০ হাজার টাকা বা তার কাছাকাছি ঋণ পাবেন। ব্যাংকসমূহ তাদের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে কৃষকদের ঋণ দেবে।

ছামির মাহমুদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।