রামেক হাসপাতালে করোনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৭ জুলাই ২০২০
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আবদুল কুদ্দুস শাহ চৌধুরী (৫০) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবদুল কুদ্দুস শাহ চৌধুরী নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা। তার নাতি আবু সাঈদ চৌধুরী অনিক জানান, গত বুধবার (১৫ জুলাই) আবদুল কুদ্দুস শাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। কয়েকদিন আগে তিনি বাথরুমে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট থাকায় পরে রামেক হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা পজিটিভ থাকায় আবদুল কুদ্দুস শাহ চৌধুরীর মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।