এক হাজার গাছের চারা বিতরণ করলেন আনসার কর্মকর্তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৯ জুলাই ২০২০

মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠিতে এক হাজার গাছে চারা বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ের সবুজ চত্বরে রোববার দুপুরে বাহিনীর ইউনিয়ন পর্যায়ের সদস্যদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেন ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ।

এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম, নলছিটি উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্তসহ আনসারের অন্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গ্রাম পর্যায়ে আনসার ও ভিডিপির কমান্ডার, দলনেতা ও সদস্যদের মাঝে আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, আমলকি, নিম ও অর্জুন গাছের চারা বিতরণ করা হয়।

ঝালকাঠি জেলা আনসার কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশক্রমে আমরা আমাদের সদস্যদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।

আতিকুর রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।