করোনার উপসর্গ নিয়ে ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৮:০০ পিএম, ২০ জুলাই ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মাওলানা জাহাঙ্গীর আলম মানিক (৩০) নামে এক ইমাম মারা গেছেন। সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাহাঙ্গীর আলম মানিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর এলাকার বাসিন্দা। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার একটি মসজিদের ইমাম ছিলেন।

জাহাঙ্গীর আলম মানিকের চাচা মনিরুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট থাকায় গত ১৪ জুলাই মানিককে রামেক হাসপাতালে নেয়া হয়। তিনি করোনা আক্রান্ত কি-না তা জানতে পরীক্ষার জন্য তিনদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মাওলানা জাহাঙ্গীর আলম মানিকের মৃত্যু করোনায় কি-না তা রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে তার মরদেহ দাফনে কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মরদেহ দাফনের জন্য মৃতের গ্রামের বাড়ি নিয়ে গেছেন।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।